ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কমরেড হেনা দাসের প্রয়াণ দিবস আজ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৬, ২০ জুলাই ২০২১

Ekushey Television Ltd.

কমিউনিস্ট আন্দোলনের নেত্রী কমরেড হেনা দাসের দ্বাদশ প্রয়াণবার্ষিকী আজ। ২০০৯ সালের এই দিনে ৮৫ বছর বয়সে পরলোকগমন করেন তিনি।

১৯২৪ সালের ১২ ফেব্রুয়ারি সিলেট শহরে বিপ্লবী হেনা দাসের জন্ম। বাবা রায় বাহাদুর সতীশচন্দ্র দত্ত ছিলেন আইনজীবী। তার মায়ের নাম মনোরমা দত্ত। ছাত্রজীবনেই স্বদেশি আন্দোলন এবং পরে ব্রিটিশবিরোধী আন্দোলন ও সশস্ত্র বিপ্লবী আন্দোলনে যোগ দেন। পরবর্তী সময়ে তিনি নানকার বিদ্রোহ, বায়ান্নর ভাষা আন্দোলন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান, মুক্তিযুদ্ধ, স্বৈরাচার-সাম্প্রদায়িকতাবিরোধী আন্দোলনে জড়িয়ে পড়েন। এ ছাড়া নারী ও শিক্ষা আন্দোলন, চা শ্রমিক, আদিবাসী ও সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম পুরোধা ছিলেন কমরেড হেনা। 

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কন্ট্রোল কমিশনের সদস্য ছিলেন হেনা দাস। এর আগে দীর্ঘদিন তিনি পার্টির পলিটব্যুরোর সদস্য ছিলেন। এ ছাড়া বাংলায় স্নাতকোত্তর ডিগ্রি নেওয়া কমরেড হেনা কর্মজীবনে শিক্ষিকা ছিলেন।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি